মালদা: আবারও প্রথম তালিকায় মালদার জগৎ বিখ্যাত আম। নokজর কাড়লো কলকাতাবাসীর। শিরোপা অর্জন মালদার আমের। এর ফলে মালদার আমের বাজারজাত আরো ভালো এবং অর্থনৈতিক উন্নতি হবে জানালেন মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। তিনি এর জন্য রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিন দিনব্যাপী আয়োজন করা হয়েছিল আম উৎসবের। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া সহ বিভিন্ন জেলার সু-বিখ্যাত আম নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা। তিন দিনব্যাপী এই আম উৎসবের প্রথম দিন থেকেই কলকাতাবাসীর নজর কাড়ে মালদার সুবিখ্যাত বিভিন্ন প্রজাতির আম। এই মর্মে শনিবার রাত্রে রাজ্য সরকারের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এন্ড হটিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে শিরোপা তুলে দেওয়া হয়
মালদা ম্যাংগো মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহার হাতে।

মালদা থেকে অশ্বিনী গুপ্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here