আদ্রা : আদ্রার উড়ালপুল তৈরির কাজ গতি পেয়েছে।আদ্রার উড়ালপুলের নির্মান কাজ পরিদর্শনে এসে এমনটাই জানালেন পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা।মঙ্গলবার বিকালে আদ্রায় এসেছিলেন ডিএম।ছিলেন রঘুনাথপুরের এসডিও তামিল ওভিয়া এস।অতিরিক্ত জেলা শাসক(ভূমি ও ভুমি রাজস্ব)রাজেশ রাঠোর।রঘুনাথপুর ১ ও কাশীপুরের বিডিও সহ ব্লকের ভূমি দফতরের আধিকারিক ও নির্মান কাজ করা পূর্ত দফতর(রোডস)এর আধিকারিকরা।
টানাপোড়েন কাটিয়ে আদ্রায় উড়ালপুল তৈরির কাজ শুরু হয়েছিলো ২০১৯ সালের শেষ দিকে।পরে করোনার সংক্রমণের কারনে কাজ বন্ধ হয়ে যায়। পরে কাজ শুরু করেভম আদ্রার রেল কর্তপক্ষ।
১১০০ মিটার লম্বা এই উড়ালপুল যৌথভাবে তৈরি করছে রেল ও রাজ্য।তার মধ্যে রাজ্যের খরচ ৫৫ কোটি।রেল খরচ করছে ২৮ কোটি টাকা।
রেলের কাজ চললেও আদ্রা কাশীপুর ও আদ্রা রঘুনাথপুর এই দুই রাস্তার পাশে থাকা দোকানগুলির পুনর্বাসনের প্রশ্নকে ঘিরে রাজ্যের কাজ কার্যত থমকে গিয়েছিলো।এদিন জেলাশাসকের পরির্দশনের পরে কাজে গতি আসবে বলেই প্রত্যাশা আদ্রা বাসীর।জেলাশাসক ও জানান,আদ্রার বাসিন্দারা চাইছেন দ্রুত উড়ালপুল তৈরি হোক।তাদের সহযোগিতা আছে।এছাড়াও যে সমস্ত দোকান উচ্ছেদ হবে সেগুলির পুর্নবাসনে প্রশাসন জমি দিচ্ছে।আপাতত সেখানে দোকান তৈরি হবে।পরে আবার পুরান জায়গাতেই দোকান ফিরে আসবে বলে জানান জেলাশাসক।