আগুনের থেকে তিন শিশুকে বাঁচিয়ে পৃথিবী ছাড়ল পুরুলিয়া সৈনিক স্কুলের মেধাবী ছাত্র
পুরুলিয়া, ১৩ ডিসেম্বরঃ চোখের সামনে জ্বলছিল একটা বাড়ি। ভেতরে আর্ত চিৎকার করছিল তিনটি শিশু। তাদের কান্না শুনে এক মুহূর্তও ভাবেনি পুরুলিয়া সৈনিক স্কুলের দশম শ্রেণীর পড়ুয়া অমিত রাজ। অন্যদের বারন উপেক্ষা করে সে সোজা ঢুকে যায় ঘরটিতে। এক এক করে উদ্ধার করে তিনটি শিশুকেই। অক্ষত। তবে নিজেকে আগুনের লেলিহান শিখার থেকে বাঁচাতে পারেনি রাজ। পুড়ে যায় মারাত্মক ভাবে। হাসপাতালে শুরু হয় জীবনের যুদ্ধ। লেলিহান অগ্নিশিখার সঙ্গে যুদ্ধে জয়ী হলেও এই অসম যুদ্ধে শেষ পর্যন্ত পরাজিত হতে হয় দশম শ্রেণীর নায়ককে। রবিবার (১৩ ডিসেম্বর) দিল্লীর একটি হাসপাতালে মৃত্যু হয় তার। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে সৈনিক স্কুলে। অমিত রাজের ছবিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান এখানকার শিক্ষক ছাত্ররা। সৈনিক স্কুলের প্রাক্তন ছাত্র অরিন্দম গিরি বলেন বিহারের নালন্দার বাসিন্দা ছিল অমিত। কোভিড পরিস্থিতিতে বাড়ি গেছিল সে। গত ৩রা ডিসেম্বর সেখানেই ঘটে অগ্নিকাণ্ডের ঘটনাটি। সেদিনই তাকে পাটনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থা খারাপ হওয়ায় সেনা হেলিকপ্টারে করে তাকে দিল্লীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Home খবর আনন্দ স্পেশাল আগুনের থেকে তিন শিশুকে বাঁচিয়ে পৃথিবী ছাড়ল পুরুলিয়া সৈনিক স্কুলের মেধাবী ছাত্র।