ঝালদা-গোপন সূত্রে খবর পেয়ে প্রায় 582 টি করেক্স কাফ সিরুপ এর বোতল উদ্ধার করল ঝালদা থানার পুলিশ। রাচি পুরুলিয়া রাজ্য সরকার ঝালদা থানা এলাকায় নাকা চেকিং চলার সময় সন্দেহজনক একটি মারুতি বাহন কে আটক করে ঝালদা থানার পুলিশ। বাহন চালককে জিজ্ঞাসাবাদ করে অবৈধভাবে পাচার করা কাশির সিরাপ এর বোতল গুলি উদ্ধার করে পুলিশ। গাড়িসহ চালককে আটক করে ঝালদা থানার পুলিশ। শুক্রবার চালককে পুরুলিয়া আদালতে পেশ করা হলে তার জামিন নাকচ করেন বিচারপতি। পুলিশের অনুমান এই ঘটনায় আন্তঃরাজ্য পাচারকারী দল যুক্ত থাকতে পারে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।