স্কুটারের ধাক্কায় ভেঙে পড়ল রেলগেট। বুধবার দুপুরে পুরুলিয়া জেলার রঘুনাথপুর আদ্রা সড়কের ওপর জয়চন্ডী পাহাড় রেলস্টেশনের সন্নিকটের রেল ফটকে ঘটনাটি ঘটে। ঘটনার জেরে যানজট সৃষ্টি হয় এলাকায়। কর্মরত রেলকর্মী জানান এদিন রঘুনাথপুর থেকে আসা একটি স্কুটার বন্ধ থাকা রেলগেটে সজোরে ধাক্কা মারে এর ফলে ভেঙে পড়ে রেলগেটটি। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশের আধিকারিক ও কর্মীরা। স্কুটার টি আটক করে রেলের ধারা অনুযায়ী মামলা রুজু করে আরপিএফ। ঘটনার জেরে রেল গেটের দুপাশে আটকে পড়ে বহু যানবাহন। এরপর হস্তসাধিত গেটের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করে রেল কর্মচারী ও আরপিএফ এর কর্মীরা।