সরস্বতী পুজোর আমেজ কাটিয়ে উঠতে পারেনি কেউ। হঠাৎ দুঃসংবাদ। সুরের বাঁধন আর অনুরাগীদের ভালোবাসা বাঁধতে পারল না তাঁকে। সুরের জগতকে চিরবিদায় জানালেন লতা মঙ্গেশকর। সুরের সরস্বতীর প্রয়াণে যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল সঙ্গীত জগত।
১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দৌরে জন্ম হয় লতা মঙ্গেশকরের। তাঁর বাবা দীনানাথ মঙ্গেশকর ছিলেন খ্যাতনামা মরাঠী, কোঙ্কনী সঙ্গীতশিল্পী এবং নাট্যশিল্পী। মাত্র ৫ বছর বয়সে বাবার কাছেই গানের তালিম শুরু হয় ছোট্ট লতার।
১৯৪১ সালের ১৬ ডিসেম্বর গায়িকা হিসেবে পথ চলা শুরু হয় লতা মঙ্গেশকরের। ৩৬টিরও বেশি ভাষায় ৩০ হাজারের বেশি গান গেয়েছেন লতা মঙ্গেশকর। রেখে গেলেন তাঁর অনবদ্য সৃষ্টি এবং লক্ষ লক্ষ অনুরাগীকে।
তার প্রয়াণে খবর আনন্দের প্রত্যেকটি সদস্য গভীরভাবে শোকাহত।