করোণা আবহে শুক্রবার সকাল থেকে একাধিক কর্মসূচি নিয়ে ঘুরে বেড়ালেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হাজারী বাউরি সঙ্গী ছিলেন পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরী নিতুরিয়া ব্লক তৃণমূল সভাপতি শান্তি ভূষণ যাদব , সাতুরি ব্লক সভাপতি রাম প্রসাদ চক্রবর্তী , জেলা তৃণমূল সাধারণ সম্পাদক প্রদীপ মাঝি, তৃণমূল নেতা সাদ্দাম আনসারি , সোমনাথ নন্দী সহ তৃণমূলের একাধিক নেতা ও কর্মী। এদিন প্রথমে রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের শতাধিক শ্রমিকদের করণা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার জন্য মাক্স ও স্যানিটাইজার বিতরণ করা হয়। এরপর হার্মারডি গ্রামীণ হাসপাতাল ও মুরাডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রোগী ও স্বাস্থ্যকর্মীদের ফল , মাক্স স্যানিটাইজার বিতরণ করা হয়।