রঘুনাথপুর : বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী নাম ঘোষণা হতেই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের রঘুনাথপুর ১ নম্বর ব্লকের চোরপাহাড়ি ২৭৩ নং বুথে চোরপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা সুমিত্রা পান্ডে আচার্যের নেতৃত্বে শুরু হয়ে গেল দেওয়াল লিখনের কাজ।
Home খবর আনন্দ স্পেশাল প্রার্থী ঘোষণা হতেই সুমিত্রা পান্ডে আচার্যের নেতৃত্বে শুরু হয়ে গেল দেওয়াল লিখনের...