উত্তরাখণ্ডে হিমবাহ ফেটে প্রবল জলোচ্ছ্বাস, নিখোঁজ পুরুলিয়ার দুই যুবক।
উত্তরাখণ্ডে হিমবাহ ফেটে প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে চামোলি জেলার অনেকটা। প্রায় ১৭৪ জন মানুষ নিঁখোজ। নন্দাদেবীর হিমবাহ ফেটে অলকনন্দা নদীর ঋষিগঙ্গা ড্যাম ভেঙে পড়েছে। গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে। প্রকৃতির ধ্বংসলীলায় তছনছ হয়ে গিয়েছে উত্তরাখণ্ড। শেষ পাওয়া খবর থেকে জানা গিয়েছে ১৭৪ জন মানুষ নিঁখোজ। মৃত হয়েছে ৩২ জন মানুষের । এই ঘটনায় পুরুলিয়া জেলার আরসা থানার বাগানডি গ্রামের দুই যুবক অশ্বিনী তন্তুবায় ও শুভঙ্কর তন্তুবায় নিখোঁজ রয়েছেন বলে পরিবারের দাবি। মাস চারেক আগে কাজ করতে গেছিলেন উত্তরাখণ্ডে দুর্ঘটনার পর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না , মোবাইলে যোগাযোগ করা যাচ্ছে না এমনটাই জানিয়েছেন নিখোঁজ দুই যুবকের পরিবার। ঘটনার খবর পেয়ে তাদের বাড়ি পৌঁছে যায় জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত মাহাতো ও স্থানীয় তৃণমুল নেতাকর্মীরা। মঙ্গলবার তাদের সুস্থ কামনায় গ্রামের একটি শিব মন্দিরে পুজোতে অংশগ্রহণ করে পরিবারের সদস্য ও তৃণমূল নেতাকর্মীরা।