পুরুলিয়া (রঘুনাথপুর) : রঘুনাথপুর শহরকে সাজাতে রঘুনাথপুর পৌরসভার উদ্যোগে শহরজুড়ে লাগানো হয়েছিল ত্রিফলা আলো। তা বর্তমানে সংস্কারের অভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে। এমনকি কিছু কিছু জায়গায় ত্রিফলা আলোর খুটি ভেঙে পড়ে রয়েছে। এই ত্রিফলা আলো কি কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ও অবহেলায় পড়ে রয়েছে তা তদন্ত দাবি করে পৌর প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন শহর কংগ্রেস। রঘুনাথপুর শহর কংগ্রেসের সভাপতি তারকনাথ প্রামানিকের অভিযোগ তৃণমূল পরিচালিত পৌরসভার পক্ষ থেকে রঘুনাথপুর শহর জুড়ে ত্রিফলা আলো লাগানো হয়েছিল তবে কয়েক মাস জলার পর বন্ধ হয়ে যায় আজ অবহেলায় পড়ে রয়েছে ত্রিফলার আলোর স্তম্ভ গুলি। তার অভিযোগ এই আলো লাগানো নিয়ে দুর্নীতি করেছে তৃণমূল। তাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তিনি পাশাপাশি পুনরায় এই আলোগুলো জ্বালিয়ে শহরকে সুসজ্জিত করার দাবি করেন তিনি। রঘুনাথপুর পৌর প্রশাসক তরনী বাউরি ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি জানান নতুন করে কোন ফান্ড না আসায় মেরামত করা যায়নি ত্রিফলার আলোর।