ঝালদা : ঝালদা পৌরসভার উপপুরপ্রধানের দায়িত্ব নিলেন নিহত কাউন্সিলার তপন কান্দুর স্ত্রী ১২ নং ওয়ার্ডের কাউন্সিলার পূর্ণিমা কান্দু। দায়িত্ব বুঝিয়ে দিলেন পৌরসভার পুরপ্রধান শীলা চ্যাটার্জী।
এবিষয়ে নবনিযুক্ত উপ পৌরপ্রধান পূর্ণিমা কান্দু জানান প্রথমে ঝালদার মানুষ ও আমার নেতা নেত্রীদের অনেক ধন্যবাদ,আমি সব কিছুই পালন করবো কোনো দল দেখবনা। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করবো এবং ১২ টি ওয়ার্ডের উন্নয়ন সমান ভাবে হবে।