১৯৩৯ সালের ৯ ডিসেম্বর এক রাতের জন্য নেতাজি সুভাষ চন্দ্র বসুর সান্নিধ্য পেয়েছিল পুরুলিয়া। তাই আজ তারদেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে পুরুলিয়ার জেলাজুড়ে পালিত হল নেতাজির জন্ম বার্ষিকী। জেলা প্রশাসন উদ্যোগে এ দিন সুভাষ উদ্যানে পুলিশ ব্যান্ডের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজি মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে একটি ট্যাবলো শহর পরিক্রমা করে, জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ জেলার একাধিক আধিকারিকরা ও এনসিসির সদস্যবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। নেতাজির জন্ম বার্ষিকী উপলক্ষে জেলাজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে এ দিনটিকে পালন করেন।