উন্মাদ বাঁদর কে ফলের টোপ দেখিয়ে খাঁচাবন্দি করল বনদপ্তর। গত 25 ডিসেম্বর থেকে পুরুলিয়া জেলার পাড়া থানার ঝাপড়া এলাকায় বাঁদরের তাণ্ডবে আতঙ্কে ছিলেন গ্রামবাসীরা। ইতিমধ্যেই 8 জন গ্রামবাসী বান্দরের আছর এবং কামড়ে আক্রান্ত হয়েছেন। নিয়মমাফিক তাদের চিকিৎসা চলছে দওয়া হচ্ছে প্রতিশোধক। পাড়া বনদপ্তর কে খবর দেওয়া হলে বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা এসে বাঁদর কে বন্দী করার চেষ্টা করেন। বাঁদর কে বন্দী করতে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বাঁদর কে বন্দি করা যায়নি। এরপর বনদপ্তর এর পক্ষ থেকে কৌশল পরিবর্তন করে ফল ও সবজির টপ দিয়ে একটি খাঁচা পাতা হয়। এবং সাফল্য পায় বনদপ্তর, খাঁচা বন্দি করা হয় বাঁদর কে। সোমবার বাঁদর কে সুরুলিয়া অ্যানিমাল রেসকিউ সেন্টার এন্ড মিনি যু নিয়ে যাওয়া হয়। সেখানে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে বাঁদর কে। বাঁদর খাঁচাবন্দি হাওয়াই আতঙ্ক থেকে মুক্ত হয়েছেন গ্রামবাসীরা।