পুরুলিয়া : শনিবার রঘুনাথপুর শহরের তৃণমূলের দলীয় কার্যালয়ে WBCADC পুরুলিয়া জেলার চেয়ারম্যান পদে নিযুক্ত বিকাশ মাহাতো কে সম্বর্ধনা জানালো জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হাজারী বাউরী,প্রদীপ মাঝি, পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরী, রঘুনাথপুর 1 নম্বর ব্লকের সহ-সভাপতি প্রকাশ সিংহ দেও, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক সাদ্দাম হোসেন আনসারী হিমাংশু মন্ডল সহ তৃণমূলের নেতা ও কর্মীরা।