রঘুনাথপুর ২ নং ব্লক VRP সংগঠনের উদ্যোগে রঘুনাথপুর ২ নং ব্লক জয়েন্ট বিডিওকে ডেপুটেশন প্রদান
2015-2016 সালে সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে সম্পূর্ণ পরীক্ষা পদ্ধতি মেনে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরের অধীন স্যোসাল অডিট দপ্তরে নিযুক্তি হয় VRP দের । আর সেই থেকে রাজ্যের প্রতিটি ব্লকে এবং প্রতিটি কাজে তার দক্ষতার পরিচয় দিয়ে চলেছে । কিন্তু তা সত্বেও তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন । এদিকে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা সত্বেও তাদের দিকে এখনো পর্যন্ত নজর দেয়নি রাজ্য সরকার । তাই নিজেদের দাবি-দাওয়া পূরণের জন্য এবার ব্লকে ব্লকে অবস্থান-বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি প্রদান করছেন সারা রাজ্যের ভিআরপি কর্মীরা । সেইমতো এদিন রঘুনাথপুর 2 নম্বর ব্লক ভিআরপি সংগঠনের উদ্যোগে, রঘুনাথপুর 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিওকে প্রদান করা হয় কয়েক দফা দাবি সমন্বিত একটি ডেপুটেশন কর্মসূচি ।