পুরুলিয়া (কাশিপুর) : বুধবার Dyfi পশ্চিমবঙ্গ রাজ্যকমিটির ডাকে SSC তে দুর্নিতীর প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিলে পুলিশি অত্যাচার ও গেপ্তারির প্রতিবাদে DYFIকাশিপুর পূর্ব লোক্যাল কমিটির উদ্দোগে হিরেশ প্রতিবার কাশিপুর ব্লকের তালাজুড়িতে বিক্ষোভ মিছিল ও পথসভা||মিছিলে উপস্হিত ছিলেন লোক্যাল কমিটির সম্পাদক সামিম আনসারি,চন্ডিদাস বাউরী,প্রণব রজক সহ অন্যান্য নেতৃত্ব।