পুরুলিয়া (রঘুনাথপুর) : বিজেপি পরিচালিত মঙ্গলদা মৌতড় গ্রাম পঞ্চায়েতে টেন্ডারের দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয় ঠিকাদারদের সঙ্গে নিয়ে পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকালে পুরুলিয়া জেলার রঘুনাথপুর 2 নম্বর ব্লকের মঙ্গলদা মৌতড় পঞ্চায়েত কার্যালয়ে তালা বন্দি হয়ে প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েতের কর্মীরা ঘন্টাখানেক আটকে পড়েন। রঘুনাথপুর থানার পুলিশ গিয়ে তালা খুলে তাদের উদ্ধার করেন। মোট 12 টি আসনের এই গ্রাম পঞ্চায়েতে নির্বাচনে নিরিখে 9টি আসনে বিজেপি 2টি আসনে তৃণমূল কংগ্রেস এবং 1টি আসনে সিপিআইএম প্রার্থী জয়লাভ করেন।