মাধ্যমিক 2022 সালে ৬৮৬ নাম্বার পেয়ে রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফলে অষ্টম স্থান দখল করল রঘুনাথপুর গার্লস হাই স্কুলের ছাত্রী সুরভি চট্টোপাধ্যায় ও পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এর ছাত্র অর্ক চ্যাটার্জী। দুজনেই বড় হয়ে ডাক্তার হতে চান। রঘুনাথপুর শহরের পাহাড়তলী এলাকার কন্যা সুরভী চ্যাটার্জী সাফল্যের পিছনে হাত রয়েছেন তার শিক্ষক শিক্ষিকা মা ও বাবার। যদিও অর্ক তার সাফল্যের পিছনে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ শিক্ষকদের শিক্ষাদান জানিয়েছেন। এদিন রঘুনাথপুর শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা সুরভি কে সংবর্ধনা জানায় এবং তার সাফল্য কামনা করেন।