অ্যাপেরনটিস শিপ মেলায় বিভিন্ন বেসরকারী সংস্থায় শিক্ষানবিশের কাজের সুযোগ পেল দেড় হাজার আই টি আই উত্তীর্ণ পড়ুয়া।রঘুনাথপুরে পুরুলিয়া সরকারী আই টি আই তে হয়েছে এই অ্যাপরেনটিস শিপ মেলা।মহারাষ্ট্র,গুজরাট,চেন্নাই,কর্নাটকের মত বিভিন্ন রাজ্যের চল্লিশটি বেসরকারী সংস্থা এসেছিলো মেলায়।শিক্ষানবিশের কাজ চেয়ে আবেদন করেছিলো পুরুলিয়ার সরকারী, বেসরকারী ১৪ টি আই টি আই সহ পাশের দুই জেলা বাঁকুড়া,পশ্চিম বর্ধমানের আরো দশ মোট ২৫ টি আই টি আই থেকে উত্তীর্ণ হওয়া হাজার তিনেক পড়ুয়া।
মেলার উদবোধনে পুরুলিয়া সরকারী আই টি আই এর অধ্যক্ষ অভিজিত কুন্ডু জানান,শিল্প সংস্থা ও পড়ুয়াদের মধ্যে যোগসূত্র স্থাপনের লক্ষ্যেই এই কর্মসূচি নিয়েছে রাজ্যর কারিগরী শিক্ষা দফতর।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া।পুরুলিয়ার ডি আই সি এর জিএম প্রদীপ চৌধুরী।রঘুনাথপুরের এসডিপিও অজয় গনপতি। রঘুনাথপুর মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট অচ্যুতানন্দ পাঠক।