পুরুলিয়া পুলিশ লাইনে হোম গার্ড ও শিশু সন্তানের রক্তাক্ত দেহ উদ্ধার।

পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে স্পেশাল হোম গার্ড ও তার ছেলের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পারিবারিক বিবাদের জেরে ছেলেকে হত্যা করে আত্মঘাতী স্পেশাল হোমগার্ড প্রাথমিক তদন্তে ধারণা পুলিশের। সোমবার সকালে পুলিশ লাইনের ভেতর থেকে স্পেশাল হোম গার্ডের ৮ নম্বর কোয়াটার থেকে দুটি রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর 2012 সালে পুরুলিয়া জেলার আরষা থানার তানাসি গ্রামের বাসিন্দা একদা মাওবাদী নেতা হেমন্ত হেমব্রম রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেছিলেন কিছুদিন পরে প্রাক্তন মাওবাদী নেত্রী চম্পা হেমরমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বর্তমানে চম্পা স্পেশাল হোম গার্ডে কর্মরত। এদিন হেমন্ত হেমব্রম ও তার ছয় বছরের পুত্র সন্তান সোমজিৎ হেমরমের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দুজনেরই দেহ ময়নাতদন্ত করা হয় পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতাল ও মেডিকেল কলেজে। ঘটনার তদন্ত শুরু করেছে টামনা থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here