কলকাতা কর্পোরেশনের ভোট প্রহসনে পরিণত হয়েছে এমনই মন্তব্য করার পাশাপাশি তারই প্রতিবাদে পুরুলিয়া জেলার রেল শহর আদ্রায় একটি প্রতিবাদ মিছিলে সামিল হন সিপিএমের নেতা ও কর্মীরা। এদিন মিছিলের পাশাপাশি আদ্রা থানার সামনে বিক্ষোভ দেখান তারা। এই মিছিলে পা মেলান কেন্দ্রীয় কমিটির সদস্য বাঁকুড়া লোকসভার প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া, সিপিআইএম পুরুলিয়া জেলা সম্পাদক প্রদীপ রায় সহ সিপিআইএম নেতা ও কর্মীরা। প্রদীপ রায় জানান রাজ্য নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্ব ছিল কলকাতা কর্পোরেশনের ভোট অবাধে করার কিন্তু কলকাতা কর্পোরেশনের ভোট প্রহসনে পরিণত হয়েছে। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কে খর্ব করা হচ্ছে তাই আমরা প্রতিবাদে নেমেছি।













