পুরুলিয়া (সাতুরি) : সরকারি ধান কেনার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে বিডিও কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। বুধবার পুরুলিয়া জেলার সাতুরি ব্লক কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হোন বিজেপি নেতা ও কর্মীরা, এরপর বিভিন্ন দাবি দাবা নিয়ে বিডিওকে স্মারকলিপি প্রদান করেন বিজেপির প্রতিনিধিদল। বিজেপির সাতুরি মন্ডল সভাপতি অরূপ আচার্য দাবি সাতুরি কিষান মান্ডিতে প্রকৃত কৃষকরা ধান বিক্রি করতে পারছেন না, কিন্তু কর্মরত কিছু কর্মচারী টাকার বিনিময়ে ব্যবসায়ীদের থেকে ধান কিনছেন। কৃষকরা ধান বিক্রি করতে গেলে তাদের লম্বা সময়ের সময়সীমা বেঁধে দিচ্ছে কর্মচারীরা। অবিলম্বে এই ধান ক্রয় কেন্দ্রে দালালচক্র বন্ধ করতে হবে এবং কুড়ি কুইন্টাল থেকে বেশি ধান কৃষকদের কাছ থেকে সরকারকে কিনতে হবে।সাতুরি সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ বেরা জানান বিজেপির দাবিদাওয়াগুলো উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here