পুরুলিয়া (রঘুনাথপুর) : স্থায়ী রাস্তা সমস্যা সমাধানের আগেই জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবের বৈঠক। রবিবার বিকেলে পাহাড়ের পাদদেশে সত্যজিৎ রায় মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল 2021 – 22 জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব এর প্রথম বৈঠক। বৈঠকে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হন রঘুনাথপুর পৌরসভার পৌর প্রশাসক তরণী বাউরী , সম্পাদক নির্বাচিত হন বিষ্ণুচরন মেহতা , কোষাধ্যক্ষের পদে বিদায়ী সম্পাদক মৃত্তুঞ্জয় চৌধুরি। মেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ বছর 28 শে ডিসেম্বর হইতে পয়লা জানুয়ারি পর্যন্ত চলবে পর্যটন উৎসব। হীরক রাজার দেশে এই ঐতিহ্যবাহী পাহাড়ে মেলা চলাকালীন নামবে পর্যটকদের ভিড় এমনটাই দাবি উৎসব কমিটির। নতুন সম্পাদক বিষ্ণুচরন মেহতা জানান পাহাড়ে পৌঁছানোর জন্য দ্রুত স্থায়ী রাস্তা নির্মাণের কাজ আরম্ভ করা হবে।