পুরুলিয়া : 36 তম পুরুলিয়া জেলা বইমেলার উদ্বোধন হলো শনিবার। পুরুলিয়ার হিলভিউ গ্রাউন্ডে প্রদীপ প্রজ্জলন ও ফিতে কেটে এই মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী সন্ধ্যারানী টুডু। উপস্থিত ছিলেন জেলাশাসক রাহুল মজুমদার, জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। আগামী ৩রা ডিসেম্বর পর্যন্ত চলবে। বইমেলাকে ঘিরে প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের বইমেলায় ছোট থেকে বড় বিভিন্ন স্বাদের বই নিয়ে মোট ৬৮ টি স্টল রয়েছে।