পুরুলিয়া (রঘুনাথপুর) : বিজেপির উপপ্রধান এবার তৃণমূলের প্রধান। পুরুলিয়া জেলার রঘুনাথপুর 2 নম্বর ব্লকের বিজেপি পরিচালিত নীলডি গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। 9 আসনের এই গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত নির্বাচনের নিরিখে 5 টি আসনে জয়লাভ করে বিজেপি এবং 4টি আসনে তৃণমূল। প্রধান করা হয় বিজেপির সদস্যা উমা বাউরী কে। উপপ্রধান নির্বাচিত হন বিজেপির সদস্যা রমণী মুর্মু। এরপর বিধানসভা নির্বাচনের পর বিজেপির উপপ্রধান রমণী মূর্মু তৃণমূলে যোগদান করেন । তৃণমূলের সংখ্যা হয়ে দাঁড়ায় 5 বিজেপি 4।চলতি মাসের 12 তারিখে প্রধানের বিরুদ্ধে অসহযোগিতা ও দুর্নীতির অভিযোগে অনাস্থায় জয় লাভ করে তৃণমূল। বৃহস্পতিবার প্রধান গঠনের দিন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া উপপ্রধান রমণী মুর্মু 5 – 4 ভোটে জয়লাভ করে প্রধান নির্বাচিত হন।।
এদিন এই নির্বাচনকে ঘিরে এলাকায় ছিল টানটান উত্তেজনা। প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েত কার্যালয় এলাকায় লাগু করা হয় 144 ধারা। মোতায়েন ছিলেন পুলিশ কর্তা থেকে বিশাল সংখ্যক পুলিশকর্মীরা।