পুরুলিয়া (রঘুনাথপুর):করোনাকালে ফের খুলল স্কুল কলেজ, মঙ্গলবার পুরুলিয়া জেলার রঘুনাথপুর উচ্চতর বালিকা বিদ্যালয়ে স্কুল খুলতেই খুশি ছাত্রীসহ স্কুলের শিক্ষিকা রা। দীর্ঘ কুড়ি মাস পরে স্কুলের ঘন্টার আওয়াজ শুনে আবেগে ভাসলো ছাত্রী থেকে শিক্ষিকারা। এদিন রাজ্য সরকারের নিয়ম বিধি মেনে পড়ুয়ারা পৌঁছালো স্কুলে, সকলের মুখে দেখা গেল মাক্স, ক্লাস রুমে ঢুকার সাথে সাথেই শিক্ষিকা তাদের হাতে দিলেন স্যানিটাইজার, দূরত্ব বজায় রেখে ক্লাসের মধ্যেই হল পার্থনা।