পুরুলিয়া (রঘুনাথপুর) : রঘুনাথপুর 2 নম্বর ব্লকের ৯ সদস্য বিশিষ্ট নীলডি গ্রাম পঞ্চায়েত। এতদিন যাবৎ যা বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছিল। বিজেপির প্রধানের কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে, অন্যান্য সদস্যরা অনাস্থা প্রস্তাব আনে। প্রধানের বিপক্ষে সংখ্যা গরিষ্ঠতা প্রমান করে বিজেপি পরিচালিত প্রধানকে আজ অপসারিত করা হয়।