পুরুলিয়া (রঘুনাথপুর):তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে সাফল্য পেল না বিজেপি। মঙ্গলবার পুরুলিয়া জেলার রঘুনাথপুর 2 নম্বর ব্লক অন্তর্গত চেলিয়ামা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার 1 জন সদস্যের সমর্থন নিয়ে অনাস্থা প্রস্তাব আনে বিজেপি। আজ এই অনাস্থা প্রস্তাবের উপর ভোট দানের সময় বিজেপির 9 জন সদস্য উপস্থিত থাকলেও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সদস্য অনুপস্থিত ছিলেন। তাই কোরাম পুরো না হওয়ায় অনাস্থা প্রস্তাবের মিটিং বাতিল হয়ে যায়। বিজেপির মন্ডল সভাপতি অসীম চ্যাটার্জির দাবি, তৃণমূল কংগ্রেস ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অবৈধভাবে পঞ্চায়েত দখল করেছে তৃণমূল কংগ্রেস। তাই প্রধানের বিরুদ্ধে আমরা অনাস্থা প্রস্তাব এনেছি। কিন্তু আমাদের 9 জন সদস্য অনাস্থা ভোটদানে উপস্থিত থাকলেও তাকে মান্যতা দেয়নি প্রশাসন। তাই আমরা এর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হব।
তৃণমূল জেলা সম্পাদক সঞ্জীব ব্যানার্জি বিজেপির সব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার দাবি পঞ্চায়েতের সদস্যদের আমাদের প্রধানের প্রতি আস্থা রয়েছে। তাই অনেক সদস্য আজ বিজেপির ডাকা অনাস্থা প্রস্তাবের সামিল হন নি । রঘুনাথপুর 2 নম্বর ব্লকের বি.ডি.ও অনামিত্রা সোম বলেন অনাস্থা ভোটে কেবল মাত্র 9 সদস্য উপস্থিত থাকায় নিয়ম মোতাবেক কোরাম পুরা হয়নি তাই আজকের মিটিং টি বাতিল হয়েছে। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে চেলিয়ামা গ্রাম পঞ্চায়েতের মোট 18 টি আসনে 9 টি আসনে বিজেপি ,5 টি আসনের তৃণমূল কংগ্রেস, 2 টি আসনে সিপিএম, 1 টি আসনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও 1 টি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করে। পরে সিপিআইএম ও নির্দল দলের এক সদস্য তৃণমূলে যোগদান করেন। এদিন এই পঞ্চায়েত চত্বরে ছিল কড়া নিরাপত্তা অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্তের তত্ত্বাবধানে ছিল বিশাল সংখ্যক পুলিশ বাহিনী।