পুরুলিয়া (রঘুনাথপুর): মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হল এক পথচারী যুবকের। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানা অন্তর্গত মঙ্গলদা গ্রামের অদূরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মৃত যুবকের নাম ঈশ্বর মল্লিক (৩৩) জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সন্ধ্যায় ঈশ্বর মল্লিক রাস্তা পারাপার করছিল। সেই সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ঈশ্বর মল্লিকের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়।