পুরুলিয়া : বৃহস্পতিবার মানবাজার বিধানসভার মানবাজার ১নাম্বার ব্লকের ভালুবাসা গ্রাম পঞ্চায়েতের CPIM দলের সক্রিয় সদস্য মনিমালা মাহাত, লক্ষী মাহাত, আরতি রুহিদাস, শান্তিরাম মাহাত, গনেশ মাহাত, মানিক রুহিদাস, অজয় প্রামানিক, মন্টু মাহাত CPIM ছেড়ে তৃণমূল কংগ্রেসে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়ার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হংসেশ্বর মাহাত, INTTUC জেলা সভাপতি উজ্জ্বল কুমার, মানবাজার ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ পাত্র, সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বৃন্দ।