পুরুলিয়া : রীতি মেনে হল পুরুলিয়া জেলার কাশিপুর রাজবাড়ি তে দুর্গা পুজো প্রায় হাজার বছর আগে কাশিপুর রাজবংশে শুরু হয়েছিল দেবীর আরাধনা তবে প্রায় একশো কুড়ি বছর আগে কাশিপুর রাজপ্রাসাদ তৈরি করেছিলেন রাজা নীলমণি সিংদেও সেই সময়ই রাজপ্রাসাদের দক্ষিণ দিকে শুরু হয় দুর্গাপুজো আজও সেই রীতি মেনে চলে আসছে রাজপ্রাসাদে দুর্গাপুজো। এখানে দুর্গা প্রতিমার দক্ষিণ দিকে রয়েছে গণেশ, এক সময় বলি প্রথা থাকলেও প্রায় ২৫ বছর আগে এই রাজবাড়ীতে বন্ধ হয়ে যায় বলি প্রথা। এখানকার পুজোর বৈশিষ্ট্য নির্দিষ্ট সময় মেনে আরম্ভ হয় পুজো এবং শেষ হয় ।আজো এই পুজো দেখতে ঢল নামে দর্শনার্থীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here