পুরুলিয়া : নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় । বৃহস্পতিবার পাড়া থানার জবড়রা গ্রামের হাড়াই নদীর উপর নির্মিত চেক ড্যাম্পে স্নান করতে গিয়ে তলিয়ে গেল আব্দুল রহিম মণ্ডল (২৫ )বাড়ি পাড়া থানার শাঁকড়া গ্রামে । স্থানীয় সূত্রের খবর ওই যুবক প্রতিদিনের মত বৃহস্পতিবার নদীতে স্নান করতে এসেছিল। টানা দু’দিনের নিম্নচাপের ফলে টানা বৃষ্টিতে প্রচুর জল থাকায় নদীতে তলিয়ে যায় ওই যুবক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাড়া থানার পুলিশ ।গ্রামবাসী ও পুলিশ প্রাথমিকভাবে উদ্ধার কাজ আরম্ভ করে। এরপর রঘুনাথপুর বিপর্যয় মোকাবিলার দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগাই। যদিও টানা বৃষ্টির জেরে নদীতে অত্যাধিক জল ও তীব্র জলোস্রোত থাকায় সন্ধ্যা নামতেই উদ্ধার কাজ বন্ধ করে দেয় বিপর্যয় মোকাবিলা দল। পুলিশ সূত্রে খবর আগামীকাল সকাল থেকে উদ্ধার কাজ পুনরায় আরম্ভ করবে বিপর্যয় মোকাবিলা দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here