রঘুনাথপুর 2-বিজেপির প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন বিজেপির সদস্যরা।বৃহস্পতিবার পুরুলিয়া জেলার রঘুনাথপুর 2 নম্বর ব্লক অন্তর্গত নতুনডি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান সুচিত্রা বাউরির বিরুদ্ধে অনাস্থার তলবি সভার ভোটে 6 – 0 ভোটে জয়লাভ করলো বিজেপি। মোট 10টি আসনের এই গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত নির্বাচনের নিরিখে সাতটি আসনে বিজেপি ও তিনটি আসনে তৃণমূল কংগ্রেসের সদস্যরা জয়লাভ করেন। প্রধান করা হয় বিজেপির সুচিত্রা বাউরী কে। এরপরে প্রধানের বিরুদ্ধে দুর্নীতি, দল বিরোধী ও অসহযোগিতার অভিযোগ খুলে প্রথমে তাকে বিজেপি দল থেকে বহিষ্কার করা হয়। এরপর তার বিরুদ্ধে অনাস্থা আনে বিজেপি সদস্যরা। আজ সেই অনাস্থা ভোটের তলবি সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বিজেপি। এদিন প্রধানসহ তৃণমূলের কোন সদস্যই তলবি সভায় উপস্থিত হননি। বিজেপির মন্ডল সভাপতি অসীম চট্টোপাধ্যায় জানান প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সহ দল বিরোধী কাজ ও অসহযোগিতার অভিযোগ ছিল তাই তাকে প্রথমে দল থেকে বহিষ্কার করা হয় এবং তার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল আজ সেই অনাস্থার তলবি সভায় 6 – 0 ভোটে আমরা জয়লাভ করি। তৃণমূল জেলার সাধারণ সম্পাদক হাজারী বাউরী বলেন বিজেপি যে দুর্নীতিগ্রস্ত তার প্রমাণ নিজেরাই করেছেন। এদের নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে গণ্ডগোল রয়েছে। তাই নিজেদের প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন। তারা নিজেদের লড়াই নিজেই বুঝে নিক এই কারণে আমাদের কোনো সদস্য আজ এই ভোটে অংশগ্রহণ করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here