পুরুলিয়া- রবিবার পুরুলিয়া জেলা পুলিশ আসন্ন পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রার্থীদের জন্য দ্বিতীয়বার “MOCK TEST”-এর আয়োজন করে । এই “MOCK TEST” টিতে জেলা জুড়ে ৩৪ টি বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এবং প্রায় নয় হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে । প্রথমবারের পরীক্ষার প্রশ্নপত্র, সমাধান ও উত্তরমালা পুরুলিয়া জেলা পুলিশের ফেসবুকে ০৭/০৯/২০২১ তারিখে দেওয়া হয়েছে ।
নিম্নলিখিত উদ্দেশ্য নিয়ে এই “MOCK TEST”-এর আয়োজন –
১. পরীক্ষার ধরণের সাথে পরীক্ষার্থীদের পরিচিত করা ;
২. চূড়ান্ত পরীক্ষার জন্য তাদের প্রস্তুতির স্তর মূল্যায়ন করতে সাহায্য করা ;
৩. পরীক্ষার্থীদের পরীক্ষায় অনুপ্রাণিত করা এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করা ;
৪. পুরুলিয়া জেলা পুলিশের জনসাধারণের সেবামূলক বেশ কিছু কার্যক্রমের একটি অংশ হিসাবে ।
এ প্রসঙ্গে পরীক্ষার্থীদের প্রতিক্রিয়া আমাদের আগামীদিনের পাথেয় ।