পুরুলিয়া :: এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য এগিয়ে এল পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমা তপশিলি জাতি বাউরী সমাজ কল্যাণ সমিতি। শনিবার তারা রঘুনাথপুর শহরের একটি লজে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে L&T কোম্পানিতে কর্মসংস্থানের জন্য আয়োজন করেছিল একটি কর্মশালার। সেখানে এলাকার শতাধিক বেকার যুবক যোগ দিয়েছিল। L&T এর C E S R প্রজেক্টে এই কর্মসূচি নেওয়া হয়েছে । শ্রীরামপুরে L&T র যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানেই 18 থেকে 30 বছর বয়সের বেকার যুবকদের 45 দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর সেই প্রশিক্ষণ শেষে এল এন্ড টির দেশের বিভিন্ন জায়গায় যে সব শাখা রয়েছে সেখানে কর্মসংস্থানের সুযোগ মিলবে বলে উদ্যোক্তাদের দাবি।