পুরুলিয়া : ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যু কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার আদ্রা ডিভিশন এর আদ্রা সাঁওতালডি রেলপথের শাকা রেলস্টেশনের অদূরে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আদ্রা জিআরপি থানার পুলিশ ককর্মীরা । মহিলার কোন পরিচয় না পাওয়া যাওয়ায় দীর্ঘ ক্ষণ রেললাইনে পড়েছিল মহিলার দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।