মাওবাদী নামাঙ্কিত পোস্টার কে ঘিরে চাঞ্চল্য এলাকায়
পুরুলিয়া :- পুরুলিয়া জেলার বরাবাজার থানা এলাকার বেশ কয়েকটি গ্রামে একাধিক জায়গায় সাদা কাগজে লাল কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার সকালে তোমরাশোল, রাইডি বেরাদা, ভাগাবান্দ সহ একাধিক এলাকায় এই মাওবাদী পোস্টারগুলো উদ্ধার করে পুলিশ। এই পোস্টটার গুলিতে তৃণমূল নেতাকে দল ছাড়ার হুমকি সহ কিষানজী হত্যার বদলা নেয়ার হুমকিও দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই পোস্টটার গুলির সঙ্গে মাওবাদীর কোন যোগসাজশ রয়েছে না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।