পুরুলিয়া : প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের দাবিতে বিক্ষোভ।
মঙ্গলবার প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত d.el.ed ঐক্য মঞ্চ পক্ষ থেকে 5 দফা দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল সংগঠনের সদস্যরা। তাদের মূলত দাবি –
১) রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০১৪ প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত নিয়োগ করতে হবে।
২) প্রাথমিক (২০১৪) টেট উত্তীর্ণ d.el.ed প্রশিক্ষিত রাজ্যের ১৫০০প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে।
৩) প্রতিশ্রুতি অনুযায়ী টেট পাস পূর্ণ প্রশিক্ষিত প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত করতে হবে।
৪) ১৬৫০০ প্রাথমিক নিয়োগে টেট উত্তীর্ণ অবশিষ্ট d.el.ed প্রার্থীদের রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে শিক্ষকতার সুযোগ দিতে হবে।
৫) টেট উত্তীর্ণ সকল d.el.ed প্রশিক্ষিত প্রার্থীদের তালিকাভুক্ত করে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী চাকরি দিতে হবে।