পুরুলিয়া : পুরুলিয়া জেলার সাঁওতালডি থেকে ঝাড়খন্ড রাজ্যের ভোজুডি যাওয়ার গোয়াই ব্রিজ টি এখন জলের তলায়। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে পুরুলিয়া জেলার সাঁওতালডি থানার অন্তর্গত গোয়াই নদীর উপর দিয়ে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডের ভোজুডি যাওয়ার এই ব্রিজ টির ওপর দিয়ে গোয়াই নদীর জল যাচ্ছে। নিত্যযাত্রীরা সমস্যায় পড়েছেন। প্রতিদিনই এই ব্রিজ দিয়ে প্রচুর যানবাহন ও মানুষ যাতায়াত করে সেই সমস্ত নিত্যযাত্রীরা সমস্যায় পড়েছেন।