পুরুলিয়া : রঘুনাথপুর মহকুমা শাসকের বদলির নির্দেশ। বর্তমান মহকুমা শাসক দিব্যা মুরুগেসান এর স্থানে মহকুমাশাসক হতে চলেছেন প্রিয়দর্শিনী ভট্টাচারিয়া। রঘুনাথপুর এর মহকুমাশাসক বিদ্যা মুরুগেসান অতিরিক্ত জেলা শাসক পদে যাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলায়। রঘুনাথপুর মহকুমায় মহকুমা শাসকের পদে আলিপুর দুয়ার থেকে আসছেন প্রিয়দর্শিনী ভট্টাচারিয়া।