পুরুলিয়া : হাতির হানায় মৃত্যু হল এক যুবতীর আহত এক যুবক। শুক্রবার সন্ধ্যায় বাগমুন্ডি থানা অন্তর্গত অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মৃত যুবতীর নাম দীপিকা হাঁসদা জানিয়েছে বাড়ি আড়শা থানা এলাকায়। গুরুতর আহত যুবক কৃষ্ণপদ হেমরম এর চিকিৎসা হাসপাতালে চলছে।