বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান 50 টি পরিবারের। শুক্রবার রঘুনাথপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে রঘুনাথপুর 1 নম্বর ব্লকের বাবুগ্রাম অঞ্চলের রুক্ষতপুর গ্রামের বিজেপির সক্রিয় কর্মী সহ 50 টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হাজারী বাউরী, প্রদীপ মাঝি, রঘুনাথপুর 1 নম্বর ব্লকের তৃণমূলের সহ-সভাপতি প্রকাশ সিংহদেও ও বাবুগ্রামের উপপ্রধান সোমনাথ নন্দী।