আজ 20.06.21 তারিখে রেল শহর আদ্রার DRM office এর পাশে J.M Biswas ভবনে আমরা কজন নামে আদ্রার এক স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় অনুষ্ঠিত হলো দ্বিতীয় স্বেচ্ছায় রক্তদান শিবির । এই শিবিরে 16 জন বীর স্বেচ্ছায় রক্তদান করেন। এই দিন এই শিবিরে উপস্থিত ছিলেন Covid relief team Rupam Islam Purulia এর সদস্য Ahamad Helal ও কোশিশ , আদ্রা হেলপিং হ্যান্ডস এর সদস্যরা। তাদেরকে আমরা কজন সংস্থার তরফ থেকে সংবর্ধিত করা হয়। সংস্থার প্রেসিডেন্ট কাঞ্চন কুণ্ডু বলেন গ্রীষ্মকালে ও করোনা আবহে ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে এই শিবির আয়োজন করা হয়েছিল।ভবিষ্যতে অন্যান্য সামাজিক কাজের সঙ্গে রক্ত সংকট মেটাতে আরো রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here