বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান।
পুরুলিয়া,, বিধানসভা নির্বাচনের পর পুরুলিয়া জেলা বিজেপি ও কংগ্রেসের বড়োসড়ো ভাঙ্গন।মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নীতি আদর্শ ও উন্নয়নের পথ অনুসরণ করে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন বিজেপির জেলা পরিষদ সদস্য ও বিরোধী দল নেতা অজিত বাউরী তথা আরেক বিজেপি জেলা পরিষদের সদস্য মানিক চাঁদ কুমার। এছাড়াও এদিন কংগ্রেসের পুরুলিয়া বিধানসভার প্রার্থী পার্থপ্রতিম ব্যানার্জি, কংগ্রেস জেলা পরিষদের সদস্য রাজিব সাহু, তনুশ্রী বাউরী, পুরুলিয়া শহর কংগ্রেসের নেতা বিশ্বরূপ পট্টনায়েক ,ববিতা কর্মকার ,আরতি পান্ডে জয়দেব দত্ত, বিষ্ণু চন্দ্র পাল। এদিন তাদের তৃণমূলের উত্তরীয় পরিয়ে দলে যোগদান করেন মন্ত্রি মলয় ঘটক, উপস্থিত ছিলেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু, বিধায়ক রাজীব লোচন সরেন, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরুপদোর টুডু কডিনেটর সুজয় বন্দ্যোপাধ্যায়, সুজন মাঝি সহ একাধিক নেতা।