পুরুলিয়া জেলার রঘুনাথপুর নপাড়া গ্রামে কফিনবন্দি দেহ ফিরল আই.টি.বি.পি জওয়ান নিরঞ্জন কুম্ভকারের। পরিবার সূত্রে জানা যায় বর্তমানে তিনি লাদাখ সীমান্তে কর্মরত ছিলেন,কর্মরত অবস্থায় মৃত্যু হয় তার। আইটিবিপি 16 নম্বর ব্যাটালিয়নের জাওয়ান নিরঞ্জন কুম্ভকার বয়স 37 মঙ্গলবার রাতে ডিউটি করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তার সতীর্থরা নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শুরু হয় তার। কিন্তু শেষ রক্ষা হয়নি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আইটিবিপি 16 নম্বর ব্যাটালিয়নের জাওয়ান নিরঞ্জন বাবুর। বুধবার সকালে খবর পৌঁছায় তার গ্রামের বাড়িতে খবর শুনে শোকের ছায়া নেমে আসে পরিবারসহ গ্রামে। নিরঞ্জন বাবুর বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা-মা, চার বছরের সন্তান, দুইজন দাদা বৌদি । শুক্রবার রাতে তার দেহ গ্রামে ফিরতেই কান্নায় ভেঙ্গে পড়ে পুরো গ্রাম। মর্যাদার সাথে শ্রদ্ধা জ্ঞাপন করে শেষকৃত্য সম্পন্ন হয় গ্রামের অদূরে একটি শ্মশানে। তার ভাই সঞ্জয় কুম্ভকার জানান মঙ্গলবার রাত্রে তার সাথে শেষ কথা হয় নিরঞ্জন বাবুর বলেছিলেন সুস্থ হয়ে বাড়ি ফিরবেন , বাড়ি ফেরা হলো না নিরঞ্জনের ফিরল কফিনবন্দি দেহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here