বাইকের ধাক্কায় নিহত গরু, আহত বাইক চালক ও আরোহী
সোমবার পুরুলিয়া জেলার রঘুনাথপুর আদ্রা সড়কের ওপর বাইকের ধাক্কায় মৃত্যু হল একটি গরুর ঘটনায় আহত হন বাইক চালক ও আরোহী , ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রঘুনাথপুর থানার পুলিশ। এরপর ঘটনাস্থলে পৌঁছায় জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হাজারী বাউরী। তৎক্ষণাৎ তিনি আহতদের চিকিৎসার জন্য তাদের নিয়ে যান রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর আহতদের নাম গণেশ মাহাতো ও গানু মাহাতো সম্পর্কে তারা দুই ভাই।