রঘুনাথপুর,রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় দখল করেছে তৃণমূল কংগ্রেস। যদিও রঘুনাথপুর বিধানসভায় তৃণমূল প্রার্থী কে 5323 ভোটে হারিয়ে জয়লাভ করেছে বিজেপি। রাজ্য তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে একাধিক বিজেপি নেতা ও কর্মীরা তৃণমূলে যোগদান করার আর্জি জানিয়েছেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনও কাউকে সেভাবে দোলে নিতে দেখা যায়নি । তবে তার উল্টো চিত্র দেখা গেল পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভা অন্তর্গত আড়রা গ্রাম পঞ্চায়েতে। রবিবার জেলা তৃণমূল কংগ্রেসের কডিনেটর মিনু বাউরী, রঘুনাথপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি, ব্লক সভাপতি মিহির বাউরী সহ একাধিক তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতিতে আড়রা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য মমতা বাউরী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। 2018 সালে এই গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে মোট 20 আসনের মধ্যে 9 টি আসনে তৃণমূল কংগ্রেস 10 টি আসনের বিজেপি ও একটি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করে। এরপর দুই বিজেপি সদস্য ও এক নির্দল সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় প্রধান গঠন করে তৃণমূল কংগ্রেস। আজ ফের এক সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের মোট আসন সংখ্যা দাঁড়াল 13। রঘুনাথপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ ও উন্নয়নের কাজ কে দেখে বিজেপি সদস্য মমতা বাউরী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তার যোগদানে এখানে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। বিজেপির বাঁকুড়া লোকসভার সাংসদ ও রাজ্য সহ-সভাপতি সুভাষ সরকারের দাবি রঘুনাথপুর বিধানসভায় বিজেপি প্রার্থী জয়লাভ করেছে কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করেছে। তাই এবার বিজেপি পঞ্চায়েত সদস্য কে ভয় দেখিয়ে জোর করে তৃণমূল কংগ্রেসের যোগদান করানো হচ্ছে। তার দেহটা তৃণমূলে গেলেও মনটা পড়ে রয়েছে বিজেপিতে। এদিন তৃণমূলে যোগদান করার পর বিজেপি সদস্য মমতা বাউরী জানান বিজেপিতে থেকে মানুষের কাজ করা যাচ্ছিল না তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে এবং তার উন্নয়নের গতিতে শরিক হওয়ার জন্য আমি স্বইচ্ছায় বিজেপি ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান করলাম।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here