ভোটে লড়তে পারবেন না জয়পুরের তৃণমূল প্রার্থী উজ্জল কুমার।

2021 বিধানসভা নির্বাচনে লড়তে পারছেন না পুরুলিয়ার জয়পুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী উজ্জল কুমার।  মনোনয়ন পত্রে ত্রুটি থাকাতেই বাতিল হয়েছে তার মনোনয়নপত্র। এর আগে নির্বাচন কমিশন তাঁদের মনোনয়ন পত্র বাতিল করে দেওয়ায় আদালতের দ্বারস্থ হন উজ্জল কুমার। আজ, শুক্রবার নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তেই শিলমোহর দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে এর জেরে পুরুলিয়ার জয়পুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমার এবারের ভোটে লড়ার কোনও রাস্তাই আর খোলা থাকছে না বলেই ধারণা রাজনৈতিক মহলের। গতকাল, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন পত্র বাতিলের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছিল।  উল্টে তাঁর মনোনয়ন গ্রহণ করারও নির্দেশ দিয়েছিল আদালত।  এরপরই আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করে নির্বাচন কমিশন। সেখানেই তার মনোনয়নপত্র ফাঁড়ির বলে জানিয়ে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here