পুরুলিয়া,নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পুরুলিয়া জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী। বুধবার সকালে পুরুলিয়া শহরের জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায় ও জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো নেতৃত্বে শহরের রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপর এদিনই সকাল এগারোটা নাগাদ রঘুনাথপুর শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে রুটমার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ,নেতৃত্বে ছিলেন রঘুনাথপুরের এসডিপিও দুর্বার বন্দ্যোপাধ্যায়। এদিন তাদের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতেও দেখা যায়।