রঘুনাথপুরে জয়চন্ডী পাহাড়ের পাদদেশ মাঠে অনুষ্ঠিত হল ‘জয়চন্ডী কাপ’ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা। খেলার আয়োজক রঘুনাথপুরের শহরের নন্দুয়াড়ার বাসিন্দা শিবনাথ কর্মকার। ১৮ ফেব্রুয়ারি থেকে টেনিস বলে খেলার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল পুরুলিয়া সহ পশ্চিম বর্ধমান এবং ঝাড়খণ্ডের মোট ১৬ টি দল। ফাইনালে মুখোমুখি হয় পাড়া ব্লকের কাকডিহা গ্রামের ‘জান একাদশ’ এবং রঘুনাথপুরের ‘নিতু একাদশ’। প্রথম ব্যাট করতে নেমে ‘নিতু একাদশ’-এর খেলোয়াড়রা ৫ উইকেটে ১১৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ‘জান একাদশ’-এর খেলোয়াড়রা ৭ ওভারে ৩ বলে ৪ উইকেট খুইয়ে জয়ের জন্য রান তুলে নেয়। এ দিনের খেলায় উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক তথা বিশিষ্ট ক্রীড়াবিদ নিহার রঞ্জন চৌধুরী, রঘুনাথপুর বিধানসভার বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।